শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১২

আমার স্বার্থপর সুখ

আমার স্বার্থপর সুখ 

(তানি হক )

প্রতিদিন সকালের ঘুম ভাঙ্গে আমার  এক জন সুখী মানুষের মত;
কিন্তু তার পর ও সারাক্ষণ রক্ত ঝরাতেই থাকে বুকের কাটা ক্ষত ।
অস্থির ভাবে ঠেলে সরিয়ে দেই গায়ের উষ্ণতায়ে জড়ানো গরম কম্বল;
তাদের জন্য মনটা কেঁদে ওঠে!শীতের রাতে নেই যাদের এতো টুকু সম্বল।

খাবারের টেবিলটা যখন ভরে উঠে নানারকম সুস্বাদু খাবারের সাজে ;
হৃদয় জুড়ে তখন আমার কষ্টের হাজারো দামামার ভয়ংকর শব্দ বাজে।
মনের আয়নাতে ভেসে ওঠে ক্ষুধার যন্ত্রণার ছোবলে কাতর শতশত মুখ;
মোমের মত গোলতে থাকে তখন জমাট বাঁধা আমার জীবনের সব সুখ

সন্তানের শিক্ষা সাফল্যে আনন্দতে আত্মহারা হয়ে যখন চিৎকার দিয়ে উঠি;
প্রবল প্রতিবাদে ভূমিকম্পর আঘাতে কেঁপে ওঠে বুকের পাঁজরের সব খুঁটি ।
চোখের সামনে দেখতে পাই বন্ধ হওয়া সেই সব সন্তানের শিক্ষার সকল দার;
দরিদ্রতার অভাবে যারা অকালেই নিয়েছে সংসার ও কষ্টের পাথুরে বোঝার ভার।

কালবৈশাখী ঝড়  যখন ভীষণ আক্রোশে ধেয়ে আসে  আমার স্বপ্ন কুটিরের দিকে;
বৃষ্টির তোড় আর ঝড়ো বাতাসের ঝাপটা আটকাবার ইচ্ছেটা হঠাৎ হয়ে যায় ফিকে।
জানি না কেমনে কাটাচ্ছে তখন রাস্তার পাশে,  সকল গৃহহীন অসহায় পরিবার;
আমি স্বার্থপর! নিজের আছে আশ্রয় তাই বুঝি না মাথার উপর ছাদ কি দরকার ..

দীর্ঘশ্বাসের ধুলো ভরা ক্যানভাসে আজ সুখ  গুলো আমার দুঃখের নীলে ছবি আঁকে;
অনুশোচনার অপরাধী দেহ থমকে দাঁড়ায় হৃদয়ের  গতিময় ব্যস্ততার ব্যস্ত বাঁকে
মনের ভেতরের সাজানো স্বপনের  অলি গলি সব ভাসিয়ে নিতে চায় তীব্র  স্রোত ধারা;
নিজের ভেতরের এই ঘুমিয়ে থাকা মন টাকে জাগিয়ে তুলতে হতে চাই পাগল পারা।

অবশেষে তাই ভেঙ্গে সব সন্ধি  নিজের বিরুদ্ধে করছি ঘোষণা এক রক্তক্ষয়ী যুদ্ধ;
নিজের স্বার্থ পূরণ করেছি অনেক,আর নয় শুধু নিজের চিন্তা..!হয়েছি ভীষণ ক্ষুব্ধ।
ভবিষ্যৎ আমার বড় উজ্জ্বল এই ভেবে বন্দি থাকব না আর আপন সুখের ঘরে;
জীবনটা বিলিয়ে দেব অন্ধকারে ডুবে থাকা সব অসহায় মানুষের সুখের তরে।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মতামত দিন