শুক্রবার, ২১ জুন, ২০১৩

কেন মিছে ভয় ?

কেন মিছে ভয় ?

74089_Papel-de-Parede-Amor--74089_1600x1200

স্বপ্নের ধুলো ঝড় বয়ে যায়
মনের মরুতে-
ক্যাকটাসের নির্মল সৌরভে হাসে
সবুজ মরূদ্যান-

বাতাস বলে কানে কানে-
জোসনা রাতে মহুয়ার ঘ্রাণে
বেঁধেছি প্রাণ ওই প্রাণে
জানে কি.. সে জানে?

জীবন নদীর শুকনো মোহনায়
এসেছে জোয়ার… মধু পূর্ণিমায়
বুকের ভেতরের পুষ্প বাগান
শুধুই তাঁর তরে আঁকা..স্বপ্ন বাথান –

গোলাপী  মেঘের বাসর সাজিয়ে
ঝর্ণা জলের সানাই বাজিয়ে-
তাঁকে করেছি জয়-

জীবন মরণে হৃদয় বেঁধেছি
প্রিয় ! নেই তোমায় হারানোর
কোন …মিছে ভয় !
my_love_4_u_2_XD_by_dan2452