শুক্রবার, ১৯ জুলাই, ২০১৩

বন্ধুরে তুই !




(বন্ধুরে তুই ! )

তানি হক -  


সকাল দুপুর তোর গানের নূপুর
বাজে হৃদয় ঘরে-  
বন্ধুরে তুই ... থাকবি প্রাণের মাঝে
জনম জনম ধরে ।

হিয়ার নদী ...উঠলো ভরে
তোর ভালোবাসার বাণে-
জীবন মরণের সখী হবি
বললি যখন কানে ।     


তোর কোমল মায়ার মধুর সুরে
দিলি আমায় ডাক -
সুখের সূর্য উঠলো হেসে মেঘের
আঁধার উড়ে যাক ।

তোর মায়ার হাসি বুকের মাঝে
বাজায় সুখের বীণা –
আড্ডা ভরা আসোর আমার 
পানসে তোকে হিনা -  

দুঃখ সুখের খেলাঘরে তুই যে 
আমার চিরদিনের সাথী-
বুকের সকল বিশ্বাসে তে তোর
নামটি যে তাই গাঁথি।   

এই পৃথিবীর সবুজ পথে
হাঁটব যতদিন-
কথা দিলাম তোর হাতে হাত
থাকবে ততদিন ।

বন্ধুরে তুই ভুলেও যদি 
আমায় বুঝিস ভুল -
জানিস রেখে ভাঙবে আমার
সকল সুখের কূল...।