সোমবার, ১ ডিসেম্বর, ২০১৪

বরফ অবসাদ

বরফ অবসাদ
-তানি হক

তুমি তো বললে আজ বৃষ্টির দিন
আজ ম্যাকবেথ – পাবলোর দিন ।  
দিঘীর জলে ঊর্মির দিন ।
অথচ চুপচাপ বসে আছ ?
জানালার কাঁচে গড়িয়ে পড়ছে জল
তোমার চোখে স্থির মরুভূমি – রুক্ষ প্রান্তর
দল বাঁধা বিষাদের আগমন।
ঘরে আমার ডিম ভাজি সুগন্ধ
খিচুড়ি টেস্ট – ধনে পাতা সুখ ... সব ঠিক ঠাক ।  
তবুও ঠোঁটে তোমার ঝিম মারা নীরবতার রণবাদ্য !
একি অশুভ কালবেলা প্রীতম আমার ?
বিমূর্ত আবেগে কাঁপছে আঁধার ।
জমে গেছে  আরকেটিক প্রহর ।  
শুধু তুমি হেসে দাও ভেসে

যাক এই বরফ অবসাদ ।