তানি হক
ঘুমের
আদর ছেড়ে যখন
আমার এই আঁখি
দুটো খুলি...।
জীবনের স্বপ্ন সাধ আর ধ্যান
ধারণার সকল পথ ভুলি //
হৃদয়ের
রাজ্য জুড়ে তখন
তোমার
ভাবনার কুয়াশায় ঢাকা ...।
সে
রাজ্যে শুধু তুমি আর কিছু নেই
সীমান্ত
জুড়ে সীমাহীন ফাঁকা //
সকালের
সোনালী রোদের স্বর্ণালী
উত্তাপে
চোখ বন্ধ করে
রই...।
মনের
গহিন ভুবনে ফেরারি সেজে
তোমায়
খুঁজি, তুমি রয়েছ কোই? //
তোমাকে
পাওয়ার সুপ্ত
আশায়
সারাক্ষণ
হৃদয় ব্যাকুল হয়...।
এই
নিঃশ্বাসে,মনের বিশ্বাসে,মিশে
আছো
তুমি,সব তোমাতেই হয়েছে জয় //
পাখীর গুঞ্জনে সরব বিকেলের
নরম সূর্যের মায়াবী হাসি...।
ক্ষণে ক্ষণে বুকে জাগে অনুভব
তোমায় কি ভীষণ ভালোবাসি //
শান্ত সন্ধ্যায় ফুলের সৌরভ মাখা
ঝির ঝির বাতাস বয় ...।
অশান্ত আমি শুধু তোমায় ভাবী
তুমি ছাড়া অন্য কিছুই নয় //
বড় কুৎসিত লাগে পৃথিবী জখন
বৃষ্টির মহনীয় রূপে হারায় ...।
তোমার নামের তসবি ঝরে
তখন আমার দু চোখের তারায় //
স্বর্গীয় রুপালী আভায় আগুণ লাগে
ভরা পূর্ণিমার যৌবনী
চাঁদে...।
পাব কি তোমার ভালোবাসা?
কম্পিত,শংকিত এ হৃদয় কাঁদে //
আমিতো আমার এ জীবন মরণ প্রভু
লিখেছি শুধু তোমারই তরে...।
তোমাকেই চাই তোমাকেই চাই
অন্তরের গুপ্ত ধ্যানের ঘরে //
আঁখি পল্লবের আনন্দ ছটা আর ঠোঁটের
হাসি কান্নার তুমিই শুধু মালিক...।
তুমি আমার ধরণী জুড়ে,জীবন জুড়ে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিন