বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১২

মাহে রমজান


                                                           
                                                                  * মাহে রমজান*

                                                                                                 (তানি হক)


এলো রে এলো... ওই মাহে রমজান;
মানবজাতির তরে আল্লহতায়ালার শ্রেষ্ঠ দান;
পুণ্যের সূর্য উদয় হয়ে, পাপের হবে অবসান;
জং গুলো সব ঝোরে গিয়ে,ঈমান করবে শাণ;
রহমতেরই ডালি নিয়ে আসছে ওই!মাহে রমজান!

ওই দেখ! বন্ধু সকল... ঐযে অমূল্য ধনের খনি;
আজকে কে নেবে বল হীরে,পান্না ,জহরত আর মণি;
পারো যদি নিতে নিজের করে,তবে হবে আখেরাতের ধনি;
হবে নাকি কেউ আখিরাতের ধনি?চাও নাকি কেউ অমূল্য ধনের খনি?

বেশি বেশি দান করে ,দানের সওয়াব নিও তুলে;
তাহাজ্জুদের পুণ্য টুকু নিতে মন যেন না যায় ভুলে ;
পড়বে কোরআন প্রতিদিন  সুরের দরজা খুলে ;
সেই কোরআনের মধুর সুরে সবার মন উঠবে আনন্দে দুলে।

ভুলেও যেন একটি রোজা তোমার বন্ধু! না হয় ক্বাযা;
ফকীর নয় তারাবীর নামাযের পুণ্যের যেন হতে পারো রাজা;
হেসে খেলে ভুল করে হায় ! পেওনা ভুলের কঠিন সাজা!


রমযানেরই পুণ্যে আমি তুমি হতে চাই যে ধনবান;
সেই ধনের বিনিময়ে পাব রোজাদারের পুরষ্কার,রাইয়্যান!
আল্লাহ্‌ তায়ালার দান, মোবারক হো..মোবারক হো..মাহে রমজান !



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মতামত দিন