মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০১৪

হিম জ্বর

হিম জ্বর
-তানি হক

সুখছন্ন জমে গেছে হিম জ্বরে
হৃৎকমলে অশুভ স্মৃতির প্রলাপ
তুমি কপালে ঠোঁট ছুঁয়ে দাও
ঘাম দিয়ে অসুখ ছাড়ুক...।
লাল চোখের কারুকাজে সুরমা জমেছে ।
আঙুলে বয়স্ক আয়ু দণ্ডায়মান
ওহে ! মেঘপদ্য !
ওঝা হয়ে এ হৃদয়মণ্ডলে তুষার ঝরাও
আমি কণ্ঠ মেপে লিখে দেবো তোমায়

এক মুঠো মৃণাল প্রভাত ।।