সুখসঞ্চারী
-তানি
হক
এই হেমন্তলগ্নে একটু একটু করে ডুবে যাই কবোষ্ণ
মেঘে ।
বেদনা-বৃক্ষ তলে ঝরে পরা যত অশ্রুলহরী
ভাসিয়ে দেই সুদূর নদীগর্ভে ।
খেজুর পাতার ঝিরঝিরে আলোড়নে
শুধু মনহরি কুয়াশা কাব্যের আসর বসাই ।
মৌসুমি আলোর কপাটে ছানাপোনাদের স্নেহ–রঙ
দুঃখদানা বন্দী জলজ আঁধারে,
পঞ্জিকায় কাটি দাগ, ধনেপাতা খেতে
হেঁটে আসে শীত-লাঙল
বক্ররেখায় আজ পলিমাটি সুরের মহোৎসব...।
পুরনো পালক উড়ে উড়ে যায় মেঘ-শিখরে
সুগ্রীব ঠোঁট
আঙিনায়
সিরামিক ঘুঙুর ডানা ঝাঁপটায়
সুখসঞ্চারী বাতাস
খুলে দেয় নকশী-বাতায়ন
আমি দুচোখে মেলে ধরি এক ঝাঁক কৌমুদী উল্লাস ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিন