মঙ্গলবার, ১৭ মার্চ, ২০১৫

এক দিন দাওয়াত দিও

এক দিন দাওয়াত দিও 
-   তানি হক

শুনেছি তোমার উপত্যকার ওই পারে
জমাট লবণের এক  হ্রদ আছে ।
এক দিন দাওয়াত দিও  
আমি সবুজ ফার্নের শাড়ি পরে  
উড়িয়ে দেবো নীলাম্বরী মেঘের দল
আর অঞ্জলি ভরে নিয়ে যাবো
হলুদ কুয়াশা- এক চিমটি আনারস ঘ্রাণ
তুমি নাহয় ওক পাতায় ই লিখো সে অজানা আমন্ত্রণ !
আমি নক্ষত্র-কম্পাসে   
লুকিয়ে লুকিয়ে তোমার বাড়ির
হারানো পথ খুঁজে নেব !
পাতাদের প্রশ্বাসে  ভেসে আসা তোমার বাথানের ঘ্রাণে 
আমি ঠিক ঠিক চিনে নেব।  সেই সুরেলা প্রান্তর।  
আর যদি-
জলদস্যু অঙ্কনে যদি ছুটে আসে পাহাড়ি স্রোত  
যদি ডেকে ওঠে কয়োটি ছায়া । বাতাসে ওড়ে ঝাউপাতা , বুনো ফুল ।  
তবে উষ্ণ ঝর্ণার সেই সুষমা অরণ্যে
আমি মেলে দেবো নীল ডানা । 
তুমি তো জানো ... পৃথিবী ভ্রমণে আমার নেই কোনও মানা ! 
শুধু তুমি গুল্মলতার পাঞ্জাবীতে
লবণের স্বচ্ছ গ্লাসে ঠোট রেখো ।
আর কটেজের পাথর দরোজা
আমার জন্য চিরদিন খুলে রেখো ! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মতামত দিন