ভাবাবেগ
- তানি হক
জানি না হঠাৎ এ কি হল
দৃষ্টি জুড়ে কুয়াশা সাগর তো
আগে থেকেই আলো ছড়িয়েছে
তবে আজ কেন এমন চঞ্চল কম্পন
গলে পড়ল হাতের কার্পেটে
আমি জন্মান্ধ নই , অথবা সদ্য ফুটে ওঠা
ভোরের শালখানা কাঁধে জড়িয়ে আড়মোড় ভাঙিনা প্রত্যূষ আবেগে
তীব্র গরম,খুব তীক্ষ্ণ স্বাদ
এমন স্বপ্নে জিভ পুড়িয়েছি বহুবার
চলৎশক্তিহীন হয়েছি ফুটন্ত তাপে
অতঃপর মর্নিং ওয়াকে র্যাম্পবেরি রস
আমার সাদা কেডস রঙিন করেছে কতবার ।
এসবই সু দীর্ঘ আলাপন ।
হৃদয় এখন অবুঝ নয়, শিশুসুলভ হাসির
কোনও তৎপরতা মাপার ও পক্ষপাতী নয় ।
অথচ এই যানজট প্রহরে
সবুজ হাসির প্রত্যাবর্তন
নতুন করে ভাবাবেগ উঠলে ওঠাবে
এমন ও কি ভেবেছিলো আদিম ভুবন ।
- তানি হক
জানি না হঠাৎ এ কি হল
দৃষ্টি জুড়ে কুয়াশা সাগর তো
আগে থেকেই আলো ছড়িয়েছে
তবে আজ কেন এমন চঞ্চল কম্পন
গলে পড়ল হাতের কার্পেটে
আমি জন্মান্ধ নই , অথবা সদ্য ফুটে ওঠা
ভোরের শালখানা কাঁধে জড়িয়ে আড়মোড় ভাঙিনা প্রত্যূষ আবেগে
তীব্র গরম,খুব তীক্ষ্ণ স্বাদ
এমন স্বপ্নে জিভ পুড়িয়েছি বহুবার
চলৎশক্তিহীন হয়েছি ফুটন্ত তাপে
অতঃপর মর্নিং ওয়াকে র্যাম্পবেরি রস
আমার সাদা কেডস রঙিন করেছে কতবার ।
এসবই সু দীর্ঘ আলাপন ।
হৃদয় এখন অবুঝ নয়, শিশুসুলভ হাসির
কোনও তৎপরতা মাপার ও পক্ষপাতী নয় ।
অথচ এই যানজট প্রহরে
সবুজ হাসির প্রত্যাবর্তন
নতুন করে ভাবাবেগ উঠলে ওঠাবে
এমন ও কি ভেবেছিলো আদিম ভুবন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মতামত দিন