রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

নিথর-ফালগুণ

নিথর-ফালগুণ

- তানি হক

সারাক্ষণ কোলাহলে
লেপ মুড়ি দিয়ে ওম নেই 
তবু...নীরবতার ক্লান্তিজলে ডুবে মরি । 
বিষণ্ণতার শালবনে 
দূরগামী আমিষ-দুঃখের কড়া নাড়া ।    
যমুনার তীরে-   
জোনাকির আম্রকাননে হলুদ মুকুল ঝরে ।  
আমি দীর্ঘশ্বাসের পাখনা মেলে
নিভৃতে সাঁতার কাটি ধূসর ঘাসে 
যদি খুঁজে পাই আনমনে কিছু ফড়িং-পাখনা, তামার শিশির...।     
হৃদয়ের শার্শি বেয়ে নামে হিম কুয়াশা- মিছিল
অপেক্ষায় নয়ন পেতে রই 
অনুপ স্মৃতির ঝাঁপি খুলে, কুড়াই শঙ্খ-প্রবাল অশ্রু  
অযুত-বেদনার শীর্ণ কাঁথায় সুঁই তুলি সমর্পণে । 
কি মন্থর গতিতে ভেঙে চলি শুদ্ধ সুখ-পাথর 
বিষাদের লোকালয় হেঁটে যায় চন্দ্র মল্লিকা, ক্রন্দন-প্রহর ।   
নিথর-ফালগুণ  । 
 
অবশেষে...গীতবাদ্যের আসোরে জেগে ওঠে পিঙ্গল-মন ।   
সবুজের ধূপছায়াতে ডিঙি-বকের আলোক-ভ্রমণ 
কেড়ে নেয় জিপসি-প্রাণ । স্নেহের-শিডিউল ।  
আর ষোড়শী- দুপুরে...মেঘের আর্দ্রতায় 
নিদারুণ বিলাপে কেঁদে ওঠে আমার অবিনয়ী-ক্ষুব্ধ অহং ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মতামত দিন